Random Posts

বাবার মৃত্যুর খবর শোনার পর মারা গেলেন ছেলে

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ করোনায় বাবার মৃত্যু। এমন খবর শুনে কিছুক্ষণ পর মারা গেলেন ছেলে। কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় এমন ঘটনার খবর পাওয়া গেছে। মারা যাওয়া ব্যক্তিদের পারিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
৩ জুলাই আবদুল আজিজ শেখ ও তাঁর স্ত্রী আলেয়া বেগমের (৭৫) করোনা শনাক্ত হয়। ওই দিনই তাঁরা দুজন কুষ্টিয়া করোনা হাসপাতালে ভর্তি হন। এদিকে এর আগের দিন তাঁদের ছেলে মতিয়ার রহমান হৃদ্রোগের সমস্যা নিয়ে শহরের তোফাজ্জেল হেলথ ক্লিনিকে ভর্তি হন।
কুষ্টিয়া করোনা হাসপাতাল সূত্র জানায়, আবদুল আজিজ ও তাঁর স্ত্রী আলেয়া বেগম করোনা ১ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। তাঁদের দুজনের শরীরেই অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছিল। এরপর বুধবার বেলা সোয়া একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আজিজ মারা যান। তাঁর স্ত্রীর আলেয়ার এখনো চিকিৎসা চলছে।
তোফাজ্জেল হেলথ ক্লিনিকের স্বত্বাধিকারী চিকিৎসক আমিনুল হক বলেন, মতিয়ার হার্টের সমস্যা নিয়ে এখানে ভর্তি ছিলেন। বাবার মৃত্যুর খবর শোনার পরপরই তাঁর কার্ডিয়াক অ্যাটাক হয়। এরপর বিকেল পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।
ওই পরিবারের আত্মীয় শিউলি রহমান জানান, দুজনের লাশই সন্ধ্যায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। একসঙ্গে বাবা ও ছেলের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment

0 Comments