Random Posts

বেলাল হোসেন আর নেই

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা শহরের মধ্যবাজারে লালন হার্ডও্যারের স্বত্ত্বাধিকারী, বিলশুকা এলাকার মৃত দুলাল মেম্বর’র ছোটভাই ও ঘোড়েশা বাবার মাজারের সভাপতি বেলাল হোসেন বেলাল কারী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি.... রাজেউন)। তিনি র্দীঘ দিন লিভার সমস্যায় ভূগছিলেন।  স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্যাক আন্তীয় স্বজন রেখে গেছেন। মঙ্গলবার রাত ১০ টার সময় মধ্যবাজার-বিলশুকা রিয়াজুস সালেহীন উদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

Post a Comment

0 Comments