Random Posts

ভেড়ামারায় লকডাউনের ৩য় দিন

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় লকডাউনের ৩য় দিনে (রবিবার) উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার ও থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে শহরের গোডাউন মোড়, ভেড়ামারা বাজার, ঢাকা কোচ স্ট্যান্ড, দক্ষিন রেলগেট, নতুনহাট, সমিতির মোড়, আখ সেন্টার, গোলাপনগর বাজার, বাগগাড়ির মোড়, ইসলামপুর গেট, বাহাদুরপুর বাজার, কুচিয়ামোড়া বাজার, ঠাকুর দৌলতপুর, পরাণখালী বাজার, ধরমপুর রশিদি মোড়, ধরমপুর বাজার ও সাতবাড়ীয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮,  সংক্রামক রোগ (প্রতিরোধ, নিন্ত্রণ ও নির্মূল) ২০১৮ মতে ৬ মামলায় ৯ জনকে ৪,৮০০/- টাকা অর্থদন্ড ও  মোঃ আশরাফুল  ইসলাম, রামচন্দ্রপুর, ভেড়ামারা, কুষ্টিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮  মতে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Post a Comment

0 Comments