Random Posts

ভেড়ামারায় লকটাউনের ২য় দিনে ১৮ হাজার ৯শত টাকা অর্থদন্ড

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকারের নেতৃত্বে উপজেলার পৌর বাজার, রেল বাজার, বারোমাইল, বাহিরচর, মোসলেমপুর, লালনশাহ সেতু, হার্ডিঞ্জ ব্রিজ, সোনার মোড়, দক্ষিণ রেলগেট, ২নং ব্রিজ, গোলাপনগর, নতুন হাট, ফকিরাবাদ পুল, মওলাহাবাসপুর, জগশ্বর, চেয়ারম্যান মোড়, ক্ষেমিরদেয়াড়, উত্তর রেলগেট, সমিতির মোড়, মুন্সিপাড়া, ফারাকপুর এলাকায়  অভিযান পরিচালনা করেন। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন" ২০১৮ ও সড়ক পরিবহন আইন ২০১৮ আইন মোতাবেক ১১টি মামলায় মোট ১৩৯০০/- অর্থদন্ড দিনব্যাপী ১৬টি মামলায় সর্বমোট ১৮৯০০/- অর্থদন্ড প্রদান করা হয়।

 

Post a Comment

0 Comments