Header Ads

এমপি সরওয়ার জাহান বাদশাহ করোনায় আক্রান্ত

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়া-১ আসনের (দৌলতপুর) সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এমপিপুত্র শাইখ আল জাহান শুভ্র ও সংসদ সদস্যের পিএস জিয়াউল কবির সুমন। বাদশাহ এমপি কয়েক দিন ধরে ঠান্ডা-জ্বরে ভুগছিলেন। পরীক্ষা করালে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। বুধবার রাতে তার করোনা শনাক্ত হয়েছেন। তিনি ভালো আছেন। ঢাকায় হোম আইসোলেশনে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
সরোয়ার জাহান বাদশাহ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। তিনি সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
 

No comments

Powered by Blogger.