চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ সামাজিক সংগঠন পরিপাটি নগরী (পন)’র উদ্যোগে রান্না করা খাবার প্যাকেট বিতরণ অত্যন্ত সুশৃঙ্খলভাবে গত ২ মাস ধরে সম্পন্ন করে আসছে। শনিবার রাতে পরিপাটি নগরীর উদ্যোক্তাদের নিবিড় তদারকিতে দায়িত্বপ্রাপ্ত ভলান্টিয়ারবৃন্দ ও ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন'র নেতৃত্বে আগত সাংবাদিক নেতৃবৃন্দ রান্না করা খাবার প্যাকেট বিতরণ করেছেন। উল্লেখ্য, করোনা মহামারি ও চলমান কঠোর লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়া স্বল্প আয়ের অনাহারি-নিরন্ন মানুষ, অসহায়-দুঃস্থ ও পথশিশুদের প্রতিদিন রাতে একবেলা রান্না করা শতাধিক খাবারের (১১২) প্যাকেট বিতরণ করে ভেড়ামারার মানবিক সামাজিক সংগঠন পরিপাটি নগরী। নিত্যদিনের মানবিক এই আয়োজনে ভেড়ামারা প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 Comments