Random Posts

মেহেরপুর গাংনীর বাগানপাড়া এলাকায় কোরবানী’র গরু বিক্রয় হইবে

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামের বাগানপাড়া এলাকার মনিরুজ্জামান মাস্টারের সাড়ে তিন বছর বয়সী গরুটিকে এবারের ঈদ বাজার ধরার জন্যই প্রস্তুত করা হয়েছে। মাঠের তাঁজা ঘাস, বিচালী ও গমের ভূঁসি খাইয়ে বড় করা হয়েছে সাহেবজাদাকে, জানালেন গরুর মালিক মনিরুজ্জামান মাস্টার। বর্তমানে গরুটির উচ্চতা সাঁড়ে পাঁচ ফিট, লম্বা প্রায় ১২ ফিট এবং ওজন বিশ থেকে পঁচিশ মন হবে। দাম সাড়ে ছয় লাখ টাকা। মালিকের মোবাইল ০১৭৬৬-৩৭৩২২০ অথবা ০১৮২৯৬৩০১৫০ নং যোগাযোগ করে কিনতে পারবেন।

সুত্র ঃ Greater Kushtia news

Post a Comment

0 Comments