Random Posts

৪১ জন অস্বচ্ছল শিল্পীকে নগদ অর্থ প্রদান

 মোশারফ হোসেন ॥ কুষ্টিয়ার কুমারখালীতে কর্মহীন ও অস্বচ্ছল ৪১ জন শিল্পীকে নগদ ৫ হাজার টাকা করে মোট দুই লক্ষ ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাউল সম্রাট ফকির লালন শাহের মাঝার প্রাঙ্গনে লালন একাডেমির ৩৫ জন এবং শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি প্রাঙ্গনে বকুলতলার আরো ৬ জন শিল্পীদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন আয়োজনে বিভাগীয় কমিশনার হতে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীবুল ইসলাম খানের সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)শারমিন আক্তার, এনডিসি মোঃ হাফিজুর রহমান, লালন একাডেমির এডহক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শিল্পীদের মাঝে নগদ অর্থ বিতরণকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, করোনায় দীর্ঘদিন অনুষ্ঠান বন্ধ। শিল্পীরা কর্মহীন হয়ে পড়েছে। শিল্পীদের এর আগেও সহযোগীতা করা হয়েছে। তাদের জন্য এমন মানবিক সহযোগীতা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, নিজের ও পরিবারের সবাইকে সুরক্ষা রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Post a Comment

0 Comments