Random Posts

কাঁঠাল নিয়ে বিরোধের জেরে একজন নিহত

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুরে কাঁঠাল নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় ইসলাম আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের বেগুনবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বেগুনবাড়িয়া গ্রামের ইসলাম আলীর নাতি প্রতিবেশী গাজীউর রহমানের গাছ থেকে একটি কাঁঠাল পাড়ে। এ নিয়ে ইসলাম আলী ও গাজীউরের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে গাজীউর ক্ষুব্ধ হয়ে ইসলামকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম চৌধুরী বলেন, বেগুনবাড়িয়া গ্রামে কাঁঠাল পাড়া নিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে ইসলাম নামের এক বৃদ্ধ মারা গেছেন।
হত্যার ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ‘বেগুনবাড়িয়া গ্রামে গাছের কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাস্থলে আছি। থানায় হত্যা মামলা নেওয়া হবে। আসামিকে ধরতে অভিযান চলছে।

Post a Comment

0 Comments