Random Posts

বৌয়ের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বাগুলাট ইউনিয়নের ভুড়ুয়া পাড়া গ্রামের মৃত মজিবুর শেখের পুত্র করম আলী (৫৫)স্ত্রীর উপর অভিমান করে  নিজের বাাড়ির গুয়াল ঘরের  ডাবের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্থানীয় সূত্রে ও এলাকাবাসী মাধ্যমে জানা যায় বৃহস্পতিবার রাতে কোন এক সময় স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করে করম আলী। বাঁশ গ্রাম ক্যাম্পের ইনচার্জ পীযূষ কান্দি কর্মকার জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এই বিষয়ে কুমারখালী থানার একটি অপমৃত্যু মামলা হয়েছে মামলা নং ৩২ তারিখ- ২/৭/২০২১।

Post a Comment

0 Comments