চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ ভাইয়ের কোরবানীর ২টি গরুকে বিষের ট্যাবলেট খাইয়ে হত্যা করলেন আপন বড় ভাই। মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন এর মজলিশপুর গ্রামের ওজের ফকিরের ছেলে রফি ফকিরের দুইটি ষাঁড় গরু রাতের আধারে পোকামাকড় মারার গ্যাস ট্যাবলেট খড়ের সাথে মিশিয়ে হত্যা করেছে নিজের আপন বড় ভাই আনোয়ার হোসেন (৩৮)। ঘটনার পর আসামি নিজের অপরাধ ঢাকতে নিজে বাদী হয়ে কুষ্টিয়ার মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফার নির্দেশে চিথলিয়া ইউনিয়ন এর বিট অফিসার তদন্ত করে রহস্য উদঘাটন করেন এবং শুক্রবার রাতে আনোয়ার হোসেন কে গ্রেফতার করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামি জানান,পারিবারিক কলহের জের ধরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। তিনি আরো জানান লক্ষী ধরদীয়া গ্রামের মিজান মোরে জৈনক কীটনাশক ব্যবসায়ীর কাছ থেকে গত ১৪ জুলাই বিকেলে ২৯টি গ্যাস ট্যাবলেট ১১০ টাকা দিয়ে ক্রয় করেন। তার মধ্যে থেকে ৪টি ট্যাবলেট খরের মধ্যে মিশিয়ে গরু ২টিকে হত্যা করে। রাগের বসবতি হয়ে এই ঘটনায় নরঘাতক আনোয়ার খুবই অনুতপ্ত ও লজ্জিত।
0 Comments