রিয়েলস্টিক গ্রামার এন্ড কম্পোজিশন হ্যান্ডনোট শিক্ষার্থীদের দুশ্চিন্তা দুর করবে
চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ রিয়েলস্টিক গ্রামার এন্ড কম্পোজিশন হ্যান্ডনোট শিক্ষার্থীদের দুশ্চিন্তা দুর করতে সহায়ক হবে।কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবে বইটির লেখক এসে উপহার হিসাবে সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটনের হাতে তুলে দেন। রিয়েলস্টিক গ্রামার এন্ড কম্পোজিশন হ্যান্ডনোট। ৬ষ্ঠ হতে ১০ম শ্রেনী ও এসএসসি শিক্ষার্থীদের জন্য। লেখক : মো. আজবাহার আলী-এমএ,বিএড। সহ- শিক্ষক, ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়।
ভেড়ামারা, কুষ্টিয়া। বইটির বৈশিষ্ট্য ; নম্ব ও সম্যক ধারণা অর্জনে শিক্ষার্থীদের জন্য এক সহায়ক গাইড হিসাবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এ বইটি। পরীক্ষার হলে কমন, কমন করে পাগল হতে হবে না।
ভেড়ামারা, কুষ্টিয়া। বইটির বৈশিষ্ট্য ; নম্ব ও সম্যক ধারণা অর্জনে শিক্ষার্থীদের জন্য এক সহায়ক গাইড হিসাবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এ বইটি। পরীক্ষার হলে কমন, কমন করে পাগল হতে হবে না।
Post a Comment