এহসানুল হক সুমন ॥ কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার উদ্দ্যোগে জিকে ২ নং কলোনী সংলগ্ন জায়গায় প্রস্তাবিত শেখ রাসেল পৌর শিশু পার্কের জায়গা নির্ধারনের জন্য রবিবার বিকেলে ভিআইপি রেষ্ট হাউসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ভেড়ামারা পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ারুল কবির টুটুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু,জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সুযোগ্য সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঈীর হোসেন জুয়েল, ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, বীরমুক্তিযোদ্ধা আনসার আলী, ভেড়ামারা পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তাফা কামাল বকুল।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, মকলেচুর রহমান, আতাউর রহমান নায়েব, নাসির উদ্দিন মাষ্টার, শহিদুল ইসলাম,বেল্লাল হোসেন বিয়াল, আবেদ আলী মিন্ত্রি,রবিউল ইসলাম, আছান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভেড়ামারা পৌর প্যানেল মেয়র নাইমুল হক। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ সহ এলাকার গন্যমান্যব্যাক্তিবর্গ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শেখ রাসেল পৌর শিশুপার্কের জায়গা নির্ধারন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
0 Comments