চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চাকরি দেওয়ার নাম করে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও একাধিক অভিযোগে অভিযুক্ত শাহরিয়ার পাপ্পুকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মে) দৌলতপুর থানার পুলিশ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করেছে। পাপ্পু দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের কৈপাল গ্রামের আব্দুর রশিদের ছেলে।
এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি পাপ্পুকে গ্রেফতার করা হয়েছে। সে রুপপুর পারমাণবিক কেন্দ্রে চাকরি দেয়ার নাম করে কোটি টাকা হাতিয়ে নেয়া একজন প্রতারক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার নামে একাধিক অভিযোগ আছে।
0 Comments