Header Ads

ভেড়ামারা কলেজের উদ্দ্যোগে ইউএনও সোহেল মারুফের বিদায় সংবধর্না

 

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের উদ্দ্যোগে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিল উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা কলেজের গভনিং বডির সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফের সহধর্মিণী ফারহানা ইসলাম,  কলেজ গভনিং বডির সদস্য ও পৌর আওযামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুর ইসলাম নজু, ভেড়ামারা রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ, জেলা জাসদের অন্যতম সদস্য নবীর উদ্দীন, সদস্য পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহামুদ ঝন্টু, শিক্ষক প্রতিনিধি প্রভাষ মোস্তাফিজুর রহমান শামীম, প্রভাষক শফিকুল ইসলামসহ কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ সহ শিক্ষকবৃন্দ।
বিদায়ী বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলার বিদায়ী সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক আনিছুর রহমান। 

No comments

Powered by Blogger.