Random Posts

পুর্ব শত্রুতার জের ধরে ক্রিকেট খেলার মাঠে হামলা আহত-১

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার  বাহাদুরপুর ইউনিয়নের গোসাই পাড়ায় পুর্ব শত্রুতার জের ধরেট প্রতিপক্ষরা ক্রিকেট খেলার মাঠে হামলা চালিয়ে একজনকে গুরুত্বর আহত করেছে। গত সোমবার বিকেল ৬টায় সময় ইউনিয়নের মালিপাড়া কুকার ফিল্ডে এঘটনা ঘটে।আহতের ভাই রন্জু আহমেদট জানান, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোসাই পাড়ার মালি পাড়া কুকার ফিল্ডে  ক্রিকেট খেলা চলছিল। সেখানে আমার ভাই রতন আলী (৪২) খেলার রান গণনা কাজ করছিল। এসময় হঠাৎ মাঠে উপস্থিত হয়ে ইউপি সদস্য লোকমান হোসেনের নির্দেশে ও তার নেতৃত্বে তার ভাই খোকন মুন্সি, রিয়ন মন্ডল, সালামত, বাবু মন্ডল ও আলিম সংঘবদ্ধ হয়ে রতন আলীর উপর হামলা চালায়।তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রতনকে গুরুতর আহত করে। হামলায়  আমার ভাই রতন রক্তাক্ত জখম হয়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে রতন কে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি নিয়ে  যায়। লোকমান হোসেন সহ ৬জনকে অভিযুক্ত করে ভেড়ামারা থানায় একটি এজাহার দায়ের করেছি।এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন বিষয়টি এক উপ পরিদর্শক কে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।


 

 

Post a Comment

0 Comments