Header Ads

টালিখাতা - ব্যবসার হিসাব রাখার ফ্রি অ্যাপ!

 


টালিখাতা ব্যবসার হিসাব রাখার নাম্বার-ওয়ান অ্যাপ। এটি সম্পূর্ন ফ্রি এবং ইন্টারনেট ছাড়াই ব্যবহার করা যায়। অ্যাপটি সহজ ও নিরাপদ। সারাদেশে ২০ লাখ ব্যবসায়ীর আস্থা।


টালিখাতা ব্যবহারের সুবিধা:

• বাকির পাই-টু-পাই হিসাব চোখের সামনে থাকে

• লেনদেন SMS এর মাধ্যমে বাকি আদায় সহজ ও দ্রুত হয়

• সহজ বেচা-কেনার এন্ট্রি থেকে অটোমেটিক ব্যবসার পুরা হিসাব তৈরি হয়

• লেনদেনের রিপোর্ট ডাউনলোড করে মোবাইলেই হিসাব জমা রাখা যায়

• সাপ্তাহিক/মাসিক বেচা-কেনা ও আয়-ব্যয়ের রিপোর্ট পাওয়া যায়

• হিসাব হারাবার ভয় নেই, অটো ব্যাকআপ রাখা হয়

• এন্ট্রি ভুল হলে সহজে সংশোধন করা যায়

• বাংলাদেশে তৈরী, সম্পূর্ন বাংলা ভাষার অ্যাপ


ফ্রি এসএমএস এলার্টের মাধ্যমে দ্রুত বাকি আদায় 

বাকি কাস্টমারকে লেনদেনের সময় ফ্রি এসএমএস পাঠাতে পারবেন। কাস্টমার ও আপনার মধ্যে হিসাব আপডেট থাকে। বাকি নিয়ে কোন ভুল বোঝাবুঝি হয় না। ফলে আপনার বাকি আদায় সহজ ও দ্রুত হয়।

নিরাপদ, সুরক্ষিত ও ভাবনাহীন নির্ভুল হিসাব

এই অ্যাপ আপনার সব হিসাব সুরক্ষিত রাখে। নিশ্চিন্তে আপনি টালিখাতা অ্যাপ-এ ব্যবসার হিসাব রাখা শুরু করুন।

* বেচা-কেনা সহ সব লেনদেনের হিসাব অটো করা হয়, তাই ভুল হয় না।

* অ্যাপ ডিলিট হলে বা ফোন হারিয়ে গেলেও, আবার অ্যাপ ডাউনলোড করে নিজের নম্বর দিয়ে লগইন করে সব ডাটা পাওয়া যায়।

* আপনার ফোন এবং গোপন পিন ছাড়া হিসাব অন্য কেউ দেখতে পায় না।

লেনদেনের প্রোফাইলের ভিত্তিতে ব্যবসার জন্য সহজ লোন

টালিখাতায় নিয়মিত হিসাব রাখলে আপনার ব্যবসার একটি লেনদেনের প্রোফাইল তৈরি হয়। এই তথ্যের সাহায্যে ব্যবসা প্রসারে সহজ শর্তে ভবিষ্যতে লোন পাওয়ার সুযোগ তৈরি হয়।

মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ডিজিটাল পেমেন্টের সুবিধা

টালিখাতায় নিজের মোবাইল ব্যাংকিং একাউন্ট যোগ করে সহজে কাস্টমারদের কাছ থেকে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করা যায় ও সাপ্লায়ারদের পেমেন্ট করা যায়।

কাস্টমার সার্ভিস

আপনাদের সেবায় টালিখাতার রয়েছে নিজস্ব কাস্টমার সার্ভিস। যেকোন সমস্যা সমাধানের জন্য বা প্রয়োজনীয় তথ্য পেতে সরাসরি যোগাযোগ করুন

* কল সেন্টার ০১৯৮০০০১৪১৮

* ইমেইল: info@tallykhata.com

শহুরে ও গ্রামীণ, সব ব্যবসায়ীর জন্য এই টালিখাতা অ্যাপ। রকেটের গতিতে এগিয়ে যাচ্ছে এই টালিখাতা। ব্যবসার বিকাশে টালিখাতা অ্যাপে আস্থা রেখেছে মুদি, ফার্মেসি, মোবাইল রিচার্জ, মোবাইল ব্যাংকিং এজেন্ট, খাবার হোটেল, দর্জি/ফ্যাশন/কাপড়ের দোকান, হার্ডওয়ার/ইলেক্ট্রনিক্স, পাইকারি, ডিলার, ডিস্ট্রিবিউটর, ছোট কারখানা সহ অন্যান্য ব্যবসায়ীরা।

আজই ডাউনলোড করে টালিখাতা অ্যাপ-এ ব্যবসার হিসাব রাখা শুরু করুন।No comments

Powered by Blogger.