Random Posts

অস্ত্র ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় দেশীয় ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলিসহ মো. মিন্টু মন্ডল (৩০) ও মো. জীবন (২০) নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২।
বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে কুষ্টিয়ার খোকসা উপজেলার মাঠপাড়া গ্রামস্থ শহীদ বরকত ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আটককৃত মো. মিন্টু মন্ডল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বেজপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে ও মো. জীবন একই উপজেলার মো. মিরাজ মন্ডলের ছেলে।
র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গাফফারুজ্জামান জানান, অস্ত্র ব্যবসায়ী গোপনে অস্ত্র কেনাবেচা করছিলো এমন সংবাদের ভিত্তিতে আমার অভিযান চালিয়ে দেশীয় ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হই।
উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া খোকসা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment

0 Comments