চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারার হাজী আফছার উদ্দিন বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে পৌরসভার ২ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ভেড়ামারা পৌরসভার নবনির্বাচিত মেয়র আনোয়ারুল কবির টুটুল ও পৌর ২ নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম নজু, সংরক্ষিত আসনের পৌর ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেনু খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সুযোগ্য সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন।বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিৎ কুমার সিংহ রায়, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু ও জননন্দিত মেয়র আনোয়ারুল কবির টুটুলের সহধর্মীনি আমেনা খানম হিরা। সংবর্ধনা অনুষ্ঠানে ওয়ার্ডবাসীর পক্ষ থেকে নবনির্বাচিত মেয়র আনোয়ারুল কবির টুটুল ও জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপনকে ফুলেল শুভেচ্ছা জানান।
0 Comments