Random Posts

মিরপুর পৌরসভার সাবেক মেয়র ফারুক চৌধুরী আর নেই

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মিরপুর পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র সাইফুল হক খান ফারুক চৌধুরী (৭২) আর নেই। বৃহস্পতিবার সকালে ঢাকাস্থ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয় ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে নানান জটিল রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বাদ আসর মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে মিরপুর পৌরসভা ঘোষণা হলে ফারুক চৌধুরী মেয়র নির্বাচিত হন।  পরে ২০০৪ সালেও তিনি পৌরসভার মেয়র নির্বাচিত হন।  তিনি উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

Post a Comment

0 Comments