Random Posts

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি’র শুভেচ্ছা


চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ আজ রোববার থেকে ভেড়ামারা-মিরপুরে করোনা ভ্যাক্সিন প্রদান কার্যক্রম শুরুর প্রাক্কালে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনু এমপি দেশের অন্যান্য স্থানের মতো রোববার থেকে কুষ্টিয়ার ভেড়ামারা-মিরপুর উপজেলাতেও কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদানের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ভেড়ামারা-মিরপুরে করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরুর প্রাক্কালে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা হাসানুল হক ইনু এমপি। লিখিত এক বিবৃতিতে তিনি বলেছেন, এটা বর্তমান সরকারের অন্তর্ভূক্তিমূলক কার্যক্রমেরই অংশ। আমি ডাক্তারের পরামর্শ মেনে কোভিড উত্তর বাধ্যতামূলক আইসোলেশনে থাকায় আমার নির্বাচনী এলাকা ভেড়ামারা-মিরপুরে ভ্যাক্সিন প্রদান কার্যক্রমে শারিরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও ভেড়ামারা-মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও তদারকি করে যাচ্ছি। স্থানীয় জনপ্রতিনিধি, জাসদ, আওয়ামী লীগসহ ১৪ দলের নেতা-কর্মীও টিকা প্রদান কর্মসূচিতে সক্রিয় রয়েছে। ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকার ভেড়ামারা উপজেলায় ৬ হাজার এবং মিরপুর উপজেলায় ১০ হাজার ১৭৪ টি ভ্যাকসিন পৌঁছেছে। ৭ ফেব্রæয়ারি আমার নির্বাচনী এলাকায় করোনা ভ্যাক্সিন প্রদান কার্যক্রমের যে উদ্বোধন হচ্ছে তার সাফল্য কামনা করছি। পাশাপাশি কোন ধরনের গুজবে কান না দিয়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী করোনা ভ্যাক্সিন গ্রহন করে ভেড়ামারা-মিরপুরের জনগণকে করোনা মহামারির সকল ঝুঁকি থেকে নিজেদের মুক্ত রাখা এবং জনগণের সুস্বাস্থ্য কামনা করছি।

Post a Comment

0 Comments