চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সংরক্ষিত ৭ ৮ ও ৯ নং ওয়ার্ডে ১ম বারের মত কাউন্সিলর পদে নির্বাচিত হলেন রোকেয়া খাতুন জঙ্গলী। রোকেয়া খাতুন জঙ্গলী জবা ফুল প্রতীকে ভোট পেয়েছেন ২২৯৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি রুমা খাঁন মেট্রোরেল প্রর্তীকে ভোট ১২১৭ পেয়েছেন ভোট। মোট ভোটার সংখ্যা ৭২৩২ জন। ভোট পুল হয়েছে ৫৩৬৮।
0 Comments