
চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন বলেন, হুমকি ধামকি চোখ রাঙ্গানী উপেক্ষা করে মশালের কান্ডারী আনোয়ারুল কবির টুটুল'র পক্ষে বিশাল জনসমাগম'র মধ্য দিয়ে শহরবাসী প্রথম ধাপের জয় উপহার দিলো। ভেড়ামারা পৌর নির্বাচনে জাসদের মনোনিত মেয়র প্রার্থী তারুণ্যের মেধাবী সন্তান আনোয়ারুল কবির টুটুল'র পক্ষে মশাল মার্কার বিশাল নির্বাচনী প্রচার মিছিল বুধবার বিকেলে শহর প্রদক্ষিণ করেছে।জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন'র যোগ্য নেতৃত্বে মশাল মার্কার কান্ডারী মেয়র প্রার্থী আনোয়ারুল কবির টুটুল'র মশাল মার্কার নির্বাচনী প্রচার মিছিল শুরুর পুর্ব মুহূর্তে হাইস্কুল প্রাঙ্গনে ৯টি ওয়ার্ড থেকে পৃথকভাবে মিছিল এসে জরো হতে থাকে। এখান থেকে শুরু হয় মিছিল। তার আগে জননেতা আলহাজ্ব আব্দুল আলিম স্বপন মশালের সমর্থকদের উদ্দেশ্য সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন। মশাল মার্কা, মশাল মার্কা শ্লোগানে, শ্লোগানে মুখরিত করে বিশাল মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ কাঠের পুল বাজারে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহামুদ ঝন্টু, সাধারণ সম্পাদক আবু হেনা মোঃ মোস্তফা কামাল বকুল ও জাসদ নেতৃবৃন্দ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং দলমত নির্বিশেষে সকল শ্রেনীপেশার নানা বয়সের মানুষ।
0 Comments