Random Posts

শীতার্তদের পাশে ভেড়ামারা সমিতি

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শিশু শিক্ষার্থী এবং অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে ভেড়ামারা সমিতি ঢাকা।
ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির পক্ষ থেকে সাত শত কম্বল এবং ভেড়ামারা সমিতি ঢাকার পক্ষ থেকে তিন শতাধিক কম্বল উপজেলার  ছয়টি ইউনিয়নসহ পৌরসভার নয়টি ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়।
এছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী ইব্রাহিম হোসেন পিন্টুর আর্থিক সহযোগিতায় পদ্মা নদী সংলগ্ন রায়টা গ্রামের নতুনপাড়ায় সুবিধাবঞ্চিত কোমলমতি শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ভেড়ামারা সমিতি ঢাকা'র সভাপতি ডাঃ রতম কুমার পাল এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির মহাসচিব রবিউল ইসলাম, ভেড়ামারা সমিতি ঢাকা'র মহাসচিব এস.পি মেহেদী হাসান সুমন, যুগ্ম মহাসচিব সাংবাদিক ওয়াহিদ আহমেদ উজ্জল, সাংগঠনিক সচিব  ডাঃ সাইফুল ইসলাম, শিল্প ও বাণিজ্য সচিব আলিম আল রাজি বাবু সহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments