চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারা ফ্রেন্ডস ফরএভার’৯৫ এর আয়োজনে ভেড়ামারার পৌরসভার নব নির্বাচিত মেয়র ও ফ্রেন্ডস ফরএভার’৯৫ এর বন্ধু আনোয়ারুল কবির টুটুল কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। শুক্রবার বিকাল থেকেই ভেড়ামারা শহরের কাচারি পাড়ার ইটিআই প্রাঙ্গনে শুরু হয়েছে মেয়র আনোয়ারুল কবির টুটুল বন্ধু কে নিয়ে বন্ধুদের সংবর্ধনা অনুষ্ঠান। ভেড়ামারা ফ্রেন্ডস ফরএভার’৯৫ এর সকল বন্ধুরা উপস্থিত ছিলেন।
0 Comments