কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী পৌর নির্বাচনে পরপর দুইবার জয়ের ধারা অব্যাহত রাখতে মড়িয়া পৌর ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী তুহিন শেখ। ৮ নং ওয়ার্ডের ফারুক হোসেন বলেন, এই ওয়ার্ডে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে তুহিন ছাড়া কোন প্রার্থী নেই। কাউন্সিলর তুহিন শেখ জানান, ৫ বছরে আমি ৮ নং ওয়ার্ডে শতাধিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া আশ্রয় প্রকল্পের ঘর দিয়েছি। ৩০ টা বিধবা ভাতার কার্ড, ২৫ টা প্রতিবন্ধী ভাতা কার্ড দিয়েছি। করোনা কালিন সময়ে চার শত পরিবার কে সাহায্য করেছি। গতবারের ন্যায় এবারও ৮ নং ওয়ার্ড বাসী আবার আমাকে কাউন্সিলর নির্বাচিত করবে। জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী। তেবাড়িয়া ,সেরকান্ডি নিয়ে ৮ নং ওয়ার্ড গঠিত' এই ওয়ার্ডে ২৫৯৭ ভোটার রয়েছে। এবার এই ওয়ার্ডে ২ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
0 Comments