চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ১২টি ইটভাটা থেকে ৭৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারায় দৌলতপুরের রিফায়েতপুর এলাকার বি.এইচ.এন ব্রিকসকে সাত লাখ টাকা, এম.বি.এন ব্রিকসকে সাত লাখ টাকা, নারায়ণপুরের এ.বি.সি ব্রিকসকে ৬ লাখ ৪০ হাজার টাকা, হাসপাতাল মোড়ের এ.এম.বি ব্রিকসকে আট লাখ টাকা, ডাংমড়কা এলাকার এম.আর.এন ব্রিকসকে আট লাখ টাকা ও বি.এস.বি ব্রিকসকে সাত লাখ ৬০ হাজার টাকাসহ মোট ১২টি ইটভাটায় মোট ৭৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সেইসঙ্গে অবৈধ এসব ইটভাটার অংশবিশেষ ভেকু মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ, র্যাব-১২ এর কুষ্টিয়ার অধিনায়ক মেজর গাফ্ফারুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
0 Comments