Random Posts

মুক্তি পাচ্ছে তানজিন তিশা অভিনীত প্রথম ওয়েব সিরিজ

 


তানজিন তিশা অভিনীত প্রথম ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। থ্রিলার ও  টকীয়তায় ভরা ‘শিকল’ শিরোনামের এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। রেড ডিজিটালের ওটিটি প্লাটফর্ম বিঞ্জের পর্দায় দেখা যাবে।

শিকলে অত্যন্ত সুন্দর এক মেয়ের দুর্ভাগ্যে ভরা জীবনের গল্প তুলে ধরা হয়েছে। নন্দিনী নামের এক মেয়ের সংগ্রাম, প্রেম, প্রলোভন এবং দুর্ভাগ্য এই গল্পের মূল বৈশিষ্ট্য। নানা রকম নেতিবাচক ঘটনার কারণে এক সময় নিজের সৌন্দর্যকেই শত্রু মনে করে মেয়েটি।

ভিন্নধর্মী এই ওয়েব সিরিজে শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে অভিনয় করেছেন। ওয়েব সিরিজটি প্রযোজনা করেছেন মুশফিকুর রহমান মঞ্জু। সিরিজটি ১৩ বছরের উপরে সব বয়সীরাই দেখতে পারবেন বলে জানান তিনি।

Post a Comment

0 Comments