Header Ads

সমুদ্র সৈকত লাংকাউত’র নীল পানির বালু দ্বীপ ঃ আষ্টম পর্ব

প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল \
কুষ্টিয়ার ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সহ-সভাপতি ও দৈনিক প্রবাহ প্রতিনিধি আনোয়ার পারভেজ শান্ত ও সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি প্রদীপ সরকার ১২ দিন মালেয়শিয়া ও থাইল্যান্ড সফর। অষ্টম পর্ব।
তারিখ ২১/০৮/১৯ ইং।
কুষ্টিয়ার ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সহ-সভাপতি ও দৈনিক প্রবাহ প্রতিনিধি আনোয়ার পারভেজ শান্ত ও সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি প্রদীপ সরকারসহ  মালেয়শিয়ায় চাকুরীজীবি আনোয়ার পারভেজ শান্ত এর শ্যালক মিঠুন, এর পাশাপাশি যোগ দেন ভেড়ামারার গোডাউন মোড় এলাকার শরিফুল ইসলাম শরিফ। সকাল ৮টার সময় হোটেলে সামনে হাজির হন গাড়ি। একই গাড়িতে প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, আনোয়ার পারভেজ শান্ত প্রদীপ সরকার  মিঠুন ও শরিফুল ইসলাম শরিফসহ তার স্ত্রী ও মেয়ে। এরপর ৩টি হোটেল থেকে ৬ জন বিদেশী কে  উক্ত গাড়ীতে করে নিয়ে সমুদ্র সৈকতের দিকে রওনা হয়।  সমুদ্র সৈকতে পৌঁছানোর পর আমাদের কে গাইড স্টটিকার মেরে দেয়। এর পর আমরা সবাই স্পিড বোর্ড উঠি।  সমুদ্রের মধ্যে প্রায় ১ ঘন্টা যাওয়ার পর পাহাড়ি পর্যটক এলাকায় থামায়। নামার পর সবাই মিলে কপি খেতে থাকি। অনেকে আবার টিকিট কেটে পাহাড়ের উপরে উঠে। ১ ঘন্টা বিরতের পর আমরা আবার স্পিড বোর্ড যাত্রা  শুরু করি। কিছু দুর যাওয়ার পর স্পিড বোর্ডটি থেমে যায়। ১৫ বছরের স্পিড বোর্ড এর ড্রাইভার মাংস পানিতে ফেরলে ছুটে আসে ঈগল পাখি। ঈগল পাখি দেখার পর আবার যাত্রা শুরু করি। শেষ স্থার সমুদ্রের মধ্যে অবস্থিত নিল পানি এলকার বালি দ্বীপ। আমরা বালি দ্বীপে নামার পর দেখতে পায় সিনেমার শুটিং চলছে। শুটিং চলাকালিন সময় কিছুটা জায়গা তারা ঘিরে রাখে। শুটিং শেষ হলে আবার উমুক্ত করে দেয়। বিদেশীরা ছোট ছোট পোশাক পড়ে গোসল করতে দেখা যায়। এর মধ্যে আমাদের সাথে আসা বিদেশীদের সাথে পরিচয় হয়। এদের মধ্যে একজন বিদেশী মহিলা তার ছবি তুলতে বলে। সে আমাদের সাথে ছবি তোলে।

 চলবে। 

No comments

Powered by Blogger.