মোশারফ হোসেন ॥ কুষ্টিয়ার কুমারখালি পাবলিক লাইব্রেরী সম্মুখে শুক্রবার উপজেলার বিভিন্ন স্কুলের হত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ৩০ টা বাইসাইকেল ও ১১ টি স্কুলে বেঞ্চ বিতরণ করেন কুষ্টিয়া-৪ (কুমারখালি-খোবকসা) আসনের সংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি’র নিজ অর্থয়নে সাইকেল ও বেঞ্চ বিতরণ করা হয়েছে।
সেলিম আলতাফ জর্জ বলেন, উপজেলার এসব শিক্ষার্থীরা দূর দূরান্ত থেকে পায়ে হেটে কষ্ট সহ্য করে স্কুলে আসতো তারি পরিপ্রেক্ষিতে তাদের এই উপহার দেওয়া হয়।
বাইসাইকেল পাওয়া তেবাড়িয়া বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও বড় মালিয়াট গ্রামের বাসিন্দা তমা জানায়, প্রতিদিন তাকে সাড়ে তিন কিলোমিটার হেঁটে বিদ্যালয়ে যেতে হয়। এত দিন অনেক কষ্ট করতে হয়েছে। প্রায়ই নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে পৌঁছানো সম্ভব হয়নি। তবে সাইকেল পেয়ে তার সুবিধা হয়েছে। এখন সাইকেল চালিয়ে সময়মতো বিদ্যালয়ে যেতে পারব। সাইকেলে পেয়ে বেজায় খুশি অভিভাবক ও শিক্ষার্থীরা। এই সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র সামসুজ্জামান অরুণ, উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিবুল ইসলাম খান।
0 Comments