Random Posts

ভেড়ামারা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী ভর্তির অবহিতকরণ বিষয়ে উদ্বোধন

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুরে অবস্থিত ভেড়ামারা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী ভর্তির বিষয়ে গতকাল রোববার সকালে   অবহিতকরণ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  প্রধান অতিথি  হিসাবে   উপস্থিত ছিলেন, শিক্ষা অধিদপ্তরের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শাখার অতিরিক্ত সচিব ড. মোঃ ওমর ফারুক। তিনি এসময় বলেন, কুষ্টিয়া-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু' মহোদয় সার্বিক সহযোগিতা ও সার্বক্ষণিক খোঁজ খবর রেখে চলেছেন। ভেড়ামারা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠা প্রক্রিয়া , নির্মাণ এবং ভর্তি সংক্রান্ত, সবকিছুতেই তার তদারকির ভূমিকা রয়েছে।এসম তিনি অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে উদ্দীপনামূলক ও ভেড়ামারা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠানের উপযোগিতার বিষয়ে উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদান এবং  অনুষ্ঠানে ভর্তি সংক্রান্ত বিষয়ে উদ্বোধন করেন।  ভেড়ামারা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ২০২১ সালে ৬ষ্ঠ ও ৯ম শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি বিষয়ে সম্মানিত অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।এছাড়া সম্মানিত অতিরিক্ত সচিব বাহিরচর ইউনিয়নে সদ্য নির্মিত  ১২ মাইল দাখিল মাদ্রাসার নতুন ভবন পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ জননেতা সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপনসহ অনেকে।

Post a Comment

0 Comments