Random Posts

মিরপুরে আরডিএফ’র কৃষক সমাবেশ

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) অর্থায়নে সোলার ইরিগেশন পাম্পিং সিস্টেম প্রোগ্রাম পরিদর্শন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে নওপাড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। আরডিএফ’র প্রধান নির্বাহী কর্মকর্তা এম গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসলাম হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, এনডিসি আহমেদ সাদাত, দিশা সংস্থার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন টোকন, আরডিএফ’র যুগ্ম-পরিচালক মনিরুজ্জামান, প্রোগ্রাম হেড ইসতিয়াক আজাদ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর গোলাম মাসুদ প্রমুখ।
 

Post a Comment

0 Comments