Header Ads

মালেয়শিয়ার সমুদ্র সৈকত লাংকাউতে আড্ডা ঃ সপ্তম পর্ব

প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল \
কুষ্টিয়ার ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সহ-সভাপতি ও দৈনিক প্রবাহ প্রতিনিধি আনোয়ার পারভেজ শান্ত ও সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি প্রদীপ সরকার ১২ দিন মালেয়শিয়া ও থাইল্যান্ড সফর। সপ্তম পর্ব।
তারিখ ২০/০৮/১৯ ইং।
কুষ্টিয়ার ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সহ-সভাপতি ও দৈনিক প্রবাহ প্রতিনিধি আনোয়ার পারভেজ শান্ত ও সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি প্রদীপ সরকারসহ  মালেয়শিয়ায় চাকুরীজীবি আনোয়ার পারভেজ শান্ত এর শ্যালক মিঠুন। মালেয়শিয়ার সমুদ্র সৈকত লাংকাউতে সন্ধ্যার পর ঘুরাঘুরি করতে থাকি ঠিক সেই সময় হাজির হয় ভেড়ামারা শহরের গোডাউন মোড় এলাকার শরিফুল ইসলাম শরিফ। সে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে এসেছে। শরিফুল ইসলাম শরিফসহ আমরা হলাম ৫জন। সমুদ্র সৈকত লাংকাউতে আমরা ৫ জন মাথা থেকে ও মাথা পর্ষন্ত ঘুরাঘুরি আর আড্ডা। আমরা সমুদ্র সৈকত এর সাথে লাগা একটি হোটের সামনে বসে গভীর রাত পর্ষন্ত আড্ডা চলে। শরিফুল ইসলাম শরিফ কে আমরা বারবার জানায় হোটেলে তোমারা বাচ্চা ও স্ত্রী আছে চলে যাও। সে বলে ভাই বিদেশে বেড়াতে এসে আপনাদের কে পেয়েছি। এই আড্ডা আর মিস করা যাবে না। চলে আমাদের গভীর রাত পর্ষন্ত আড্ডা। এর পর হোটেলে ফিরার পালা। হোটেলে ফিরার পর আমরা যার যার রুমে রেষ্ট নিতে চলে যায়।
চলবে। 

No comments

Powered by Blogger.