Random Posts

ভেড়ামারা রশিদুল আলম অটিজম স্কুলের ছাত্রী ফাইজা এক লক্ষ টাকার চেক পেলেন

চেতনায় কুষ্টিযা প্রতিবেদক \ প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সম্বলিত গত ১ বৈশাখের কার্ডের ছবি এঁকেছিল কুষ্টিয়ার  ভেড়ামারা  বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম অটিজম স্কুলের ছাত্রী মরিয়ম খাতুন ফাইজা।
বৃহস্পতিবার তার হাতে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ১ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম অটিজম স্কুলের শিক্ষক বৃন্দরা।

Post a Comment

0 Comments