Random Posts

ভেড়ামারা পৌর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস’র গণসংযোগ

ইঞ্জিনিয়ার বাবুল আক্তার ॥ রোববার বিকালে সমর্থকদের নিয়ে সফল ও জননন্দিত কাউন্সিলর আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস নিয়মিত গণসংযোগ হিসাবে ওয়ার্ডের ভোটারদের বাড়ি, বাড়ি গিয়ে দোয়া সমর্থন ও ভোট কামনা করেন। এবং সেই সাথে মিছিল ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে ওয়ার্ড। এসময় কাউন্সিলর আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস'র নিয়মিত গণসংযোগ রূপ নেয় বিশাল জনবহরে। এরই সাথে মানুষের অংশগ্রহনে স্বতস্ফূর্ততা, আনন্দ উচ্ছ্বাস, উদ্দীপনার মধ্য দিয়ে ওয়ার্ডের সড়ক গুলোতে মিছিল নিয়ে শ্লোগান, শ্লোগানে প্রদক্ষিন করে। সফল কাউন্সিলর মাহাবুব ভাই  অভিভাবক মাহাবুব ভাই, আমরা তোমাকে চাই, এমন অনেক কথামালার শ্লোগানে প্রকম্পিত হয় শহরের প্রাণকেন্দ্র ৫নং ওয়ার্ড।

 

Post a Comment

0 Comments