মোশারফ হোসেন কুমারখালী ॥ কুমারখালীতে ৬ ডিসেম্বর দুপুর ১২ টার সময় কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের চরচাপড়া এলাকায় নদী তীরবর্তী জায়গা থেকে অবৈধভাবে মাটি এবং বালু উত্তোলন এবং কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন কুমারখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান। অভিযানকালে অবৈধ মাটি বিক্রি এবং পরিবহনের জন্য মোঃ নাসির পিতা- নসির উদ্দিন, ১ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া পাশের শাপলা ভাটা সহ ২ টি ইটভাটায় অবৈধ মাটি ব্যবহারের জন্য মোট ২০০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া বালু এবং মাটি উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন কুমারখালী থানা পুলিশ ও বেঞ্চ সহকারীবৃন্দ।
0 Comments