Header Ads

থানায় সাঁটানো হচ্ছে অপরাধীদের নাম-ছবি

 

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ সাধারণ মানুষ যেন অপরাধীদের চিহ্নিত করতে পারে সেজন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ সদর মডেল থানা। ডিউটি অফিসারের কক্ষের সামনে দেয়ালে বোর্ড স্থাপন করে সাজাপ্রাপ্ত এবং দুর্র্ধষ অপরাধীদের ছবি সাঁটানো হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকজন অপরাধীর নাম ও ছবি সাঁটানোর মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যাক্রমে বাকি আসামিদের নাম ও ছবি সাঁটানো হবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সুশীল সমাজ।
এ ব্যাপারে সদর থানার ওসি মো. মাসুক আলী বলেন, থানায় আগত লোকজন অপরাধীদের চেনা এবং অপরাধীরা সামাজিক লোকলজ্জায় অপরাধ জগৎ থেকে বের হয়ে আসার উদ্দেশ্যেই ছবি সাঁটানো হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। একে একে জেলার শীর্ষ অপরাধীদের ছবি ও নাম সাঁটানো হবে।

No comments

Powered by Blogger.