চেতনায় কুষ্টিযা প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হালিমা বেগম একাডেমী মাধ্যামিক বিদ্যালয়ের সামনে মঙ্গলবার পলাশ টেলিকম এর মালিক আশরাফুল আলম পলাশের তত্ববাধয়নে (ভিভো) মোবাইল ফোন এর শো-রুম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব আঃ রাজ্জাক রেনু, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাবেক কমিশনার মুকুল মালিথা, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আতিয়ার রহমান ও পলাশ টেলিকম এর মালিক আশরাফুল আলম পলাশ প্রমুখ।
0 Comments