চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিহাটার হাওখালি মাঠে আলীমদ্দীনের এমএমবি ইট ভাটায় বিদ্যুৎস্পৃষ্টে আদম আলী (২৮) নামে এক ইটভাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। আদম আলী কাজিহাটা দক্ষিণপাড়া এলাকার মাহাবুল হোসেনের পুত্র।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শাহজালাল জানান, মঙ্গলবার বিকালে কাজিহাটার হাওখালি মাঠে এমএসবি ইটভাটার পানির মোটর এর ত্রুটিপূর্ণ বিদ্যুতের লাইনের সাথে স্পৃষ্ট হয়ে আদম আলী মারা যান। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
0 Comments