Random Posts

ভেড়ামারা পৌর ৯নং ওয়ার্ডের নারী সমাজের আস্থা ও ভালোবাসার নাম মেহেদী হাসান সবুজ

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারা পৌর ৯নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর, মেহেদি হাসান সবুজ গণসংযোগ অব্যাহত রেখেছেন। সবুজের ্র্রতি আস্থা ও ভালোবাসা  যাদের সবচেয়ে বেশী, সেই মা, বোন, ভাবিদের সাথ কুশল ও মতবিনিময় এবং গণসংযোগ করেন। এসময় উপস্থিত সবাই বলেন, সবুজ আমাদের আকাংক্ষার জনপ্রতিনিধি তার নির্বাচনে  আমরা নারী সমাজ শুধু ভোটই দিবো না আমরা সবুজের প্রচারণায় অংশ গ্রহন করবো। শনিবার রেললাইনের ধারে ও পূর্ব ভেড়ামারায় তিনি গনসংযোগ করেন। তরুন তুর্কী সকলের আস্থার বাতিঘর মেহেদী হাসান সবুজ নির্বাচনের মাঠে গেলেই শুরু হয়ে যাচ্ছে প্রিয় কাউন্সিলর মেহেদী হাসান সবুজের  উন্নয়ন, সুশাসন, এবং সেবা'র গল্পকথা! ৯ওয়ার্ডের নারী সমাজ সকলের কছে প্রিয় জনপ্রতিনিধি সবুজের জন্য দোয়া  ও সমর্থন কামনা করেছেন।

Post a Comment

0 Comments