স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সোহেল ভারতের জলঙ্গীর নিচে পদ্মা নদীর পাথরঘাটায় গোসল করতে নেমে পদ্মার প্রবল স্রোতে নদীতে সে তলিয়ে যায়। তার মৃতদেহ ভাসতে ভাসতে বাংলাদেশে চলে আসে। দৌলতপুরের ভাগজোত তালতলা এলাকায় পদ্মা নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে মুন্সিগঞ্জ আশ্রয়ন বিজিবি ক্যাম্পের নিকট রাখে।
ভারতীয় শিশুর লাশ উদ্ধারের বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন জানান, বিএসএফ’র মাধ্যমে শিশুটির লাশ পরিবারের নিকট হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
0 Comments