মোশারফ হোসেন \ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় চরসাদিপুর চর ঘোষ পুর আটরশি গ্রামের সাত বছরের শিশু কে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের হয়েচে। মামলার আসামি চর ঘোষপুর এলাকার মাজেদ মন্ডলের পুত্র বাপ্পী হোসেন (১৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
কুমারখালী থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, শুক্রবার রাতে ধর্ষণের চেষ্টা মামলা আসামি বাপ্পী কে তার নিজ বাড়ি থেকে আটক । এই বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-২১।
উল্লেখ্য গত (২০ অক্টোবর) বিকাল ৩ টার দিকে প্রতিবেশী বাপ্পী শিশুটির বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালাই । পরে ওই শিশুর মা সকালে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন।
0 Comments