Random Posts

ভেড়ামারায় সন্ত্রাসীদের আমিরুল ইসলাম গুরুতর আহত

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারায় সন্ত্রাসীদের আমিরুল ইসলাম গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
জানা যায়, বৃহস্পতিবার ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকার ফজলুল হক সানু পুলিশের ছেলে আমিরুল ইসলামের উপর সন্ত্রাসীরা হামলা চালায়। সে বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্্ুযর সাথে পাজ্ঞা লড়ছে। হামলাকারী একই এলাকার নাসির উদ্দিন ননী ফকিরের ছেলে তহুরুল ইসলাম রিপন কে গ্রেফতারের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

Post a Comment

0 Comments