Random Posts

ভেড়ামারা পৌর ওয়ার্ডবাসীর সমর্থন ও ভোটারদের আস্থার কারনেই রুমা খাঁন পুনরায় মহিলা কাউন্সিলর পদে নির্বাচিত হবেন

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ রুমা খাঁন, কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সংরক্ষিত ৩নং (সাধারণ ওয়ার্ড নং ৭.৮ ও ৯) ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর। এলাকার ভোটারসহ সর্বস্তরের সাধারণ মানুষের সাথে তাঁর আত্মিক সম্পর্ক। দিনরাত ২৪ঘন্টায় কাটে তাঁর সমাজ সেবামূলক কাজে। নিঃঅহঙ্কারি, সদালাপী রুমা খাঁন অত্র পৌরসভার  বিগত ২টি নির্বাচনে বিপুলভোটে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে যেমন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তেমনি নিয়মিত খোঁজখবর ও সুখেদুঃখের ভাগিদার হয়ে এলাকাবাসীর আস্থার প্রতীক হিসেবে নিজেকে পরিচিত করতে সক্ষম হয়েছেন। কিছুদিন আগে কাউন্সিলর রুমা খাঁন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁর বড়মেয়ে প্রতিভাময়ী সাংবাদিক জান্নাতুল ফেরদৌস মায়ের পক্ষে এলাকাবাসীর সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে রুমা খাঁনের অনুপস্থিতি টের পেতে দেয়নি।
বর্তমানে রুমা খাঁন শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ অবস্থায় এলাকাবাসীর সেবায় পুরোদমে আত্মনিয়োগ করেছেন। ভোটারদের সাথে সার্বক্ষণিক নিবিড় যোগাযোগ আসন্ন নির্বাচনে প্রতিদ্ব›িদ্ব যেকোনো প্রার্থীর চেয়ে রুমা খাঁনকে অনেকদূর এগিয়ে রাখবে, অভিমত সংশ্লিষ্ট এলাকাবাসী ও ভোটারদের।

Post a Comment

0 Comments