Random Posts

ভেড়ামারার মোকারিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান বেনজির আহমেদ বেনু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারার মোকারিমপুর ইউপির জনপ্রিয় সাবেক চেয়ারম্যান জাসদ নেতা বেনজির আহমেদ বেনু আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সর্বস্তরের এলাকাবাসীসহ ভোটারদের সাথে যোগাযোগ বৃদ্ধি করেছেন। ভেড়ামারার সকলের প্রিয় ও সুপরিচিত এনটিভির স্টাফ করেসপনডেন্ট প্রয়াত ফারুক আহমেদ পিনুর বড়ভাই বেনজির আহমেদ বেনু এমনিতেই মোকারিমপুর ইউপিবাসীর হৃদয়ের মণি। তাদের যেকোনো দুঃসময়ে পাশে থাকার মতো একমাত্র নেতা বেনজির আহমেদ বেনু। নিজের একসময়ের অগাধ অর্থবিত্ত ও সম্পদ বিক্রি করে এলাকাবাসীর নানা দূর্দিনের সারথি হয়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন জাসদনেতা বেনজির আহমেদ বেনু। আসন্ন নির্বাচনেও তাঁকে ঘিরেই আবর্তিত হচ্ছে মোকারিমপুর ইউপিবাসীর নির্বাচন ভাবনা।

Post a Comment

0 Comments