চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনে যাত্রীদের ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নেয়ার চেষ্টা করার সময় হাতেনাতে ধৃত দুইজন। ছিনতাই কারী দুইজন হলো ভেড়ামারা পৌরসভার ফারাকপুর এলাকার শামসুল'র ছেলে রাসেল (৩২)এবং ঈশ্বরদী উপজেলার শহরের এমএস রোডের আবুবক্কার'র ছেলে সেন্টু (৩৩)এদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ'র কাছে নিয়ে আসলে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ' জানান, এরা দীর্ঘদিন ভেড়ামারা রেলস্টেশনে যাত্রীদের মালামাল ছিনতাইয়ের সাথে যুক্ত। রাসেল ইতোপূর্বে করোনাভাইরাস মোকাবিলায় সরকারি বরাদ্দ বিভিন্ন নামে ফোন দিয়ে কয়েকবার ত্রাণ নিয়েছে এবং ৩৩৩ এ ফোন দিয়ে একাধিকবার একাধিক নামে ত্রাণ নিয়ে আমাদের হাতে ধরা পড়েছিল। আর করবে না মর্মে মুচলেকা দিয়ে তখন সে ছাড়া পায়।
এছাড়াও কলেজপাড়ার কালাম'র ছেলে মামুন(৪০) কে গাঁজা সেবনের অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফ জানান, প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলবে।
0 Comments