Random Posts

ভেড়ামারায় এসএসসি ব্যাচ’৯১এর উদ্যোগে হুইল চেয়ার প্রদান করা হবে


চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ মানুষ মানুষের জন্য এই বচনকে আমরা স্বরণে রাখি। সমাজের কিছু মানুষের জীবন কে সুন্দর ও উপভোগ্য করে তুলতে ছোট্ট অথচ মহৎ একটি উদ্যোগ নিয়েছি। তাই আমরা  সামাজিক ও মানবিক উন্নয়নের কর্মসূচির অংশ হিসাবে এসএসসি ব্যাচ'৯১এর ভেড়ামারার উদ্যোগে আগামী মঙ্গলবার (১৫/৯/২০)সকাল ১১টার সময় ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভেড়ামারা রেলস্টেশনে দুইটা হুইলচেয়ার উপহার হিসাবে প্রদান করা হবে। ৯১ব্যাচের সকল বন্ধু-বান্ধবী দের উক্ত মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহকান জানিয়েছেন।

Post a Comment

0 Comments