চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে ভূমি অফিসের গোলঘর নির্মাণ কাজ গতকাল উদ্বোধন করেন। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন কেেরন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ বলেন, ভুমি অফিসের আসা কোন মানুষ যেন হয়রানী না হয়। তারা এসে সুন্দর ভাবে কার্জকর্ম করে চলে যেতে পারে। গোলঘর নির্মাণ শেষ হলে আগতরা এসে রেস্ট নিতে পারবে।
0 Comments