Random Posts

ভেড়ামারায় টিপু জমিদার স্মৃতি সংঘ অপরাজিত চ্যাম্পিয়ান

চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারা বাহিরচর ইউনিয়নের টিকটিকি পাড়ায় মিনি ফুটবল  টুর্নামেন্ট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহন করেন টিপু জমিদার স্মৃতি সংঘ বনাম চন্ডিপুর দাদা স্পোটিং ক্লাব। খেলায় ২-১ গোলে জয়ী হয় টিপু জমিদার স্মৃতি সংঘ।
এ টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহন করেন।  টুর্নামেন্টে অপরাজিত  চ্যাম্পিয়ান  হয় টিপু জমিদার স্মৃতি সংঘ। জয়ীদলের খেলোয়াররা হলেন বিজয়, আকাশ, তুহিন, বাধন, সোহান, বাধন২, আশিক, মোশাররফ, টিম ম্যানেজার জাকির। সার্বিক তত্বাবধানে ছিলেন আবু হেনা মোস্তফা কামাল শরীফ, কাউন্সিলর প্রার্থী ৩নং ওয়ার্ড ভেড়ামারা পৌরসভা।

Post a Comment

0 Comments