চেতনায় কুষ্টিয়া প্রতিবেদক \ কুষ্টিয়ার ভেড়ামারার গোলাপনগর পদ্মার ধারে মনি পার্কে শুক্রবার দিনব্যাপী কুষ্টিয়া অনলাইন উদ্যোক্তা পরিবারের ১০ হাজার সদস্য পূর্ণ হওয়ায় সেলিব্রেশন, পিকনিক, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফেল ড্র, কেক কাটাসহ ছোট ও বড়দের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেন। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মনি গ্রæপের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি। বক্তব্য রাখেন, বিজিএম কলেজের অধ্যক্ষ আসলাম উদ্দিন, প্রকৌশলী আঃ মান্নান, ভেড়ামারা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমার শামীম, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিযার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া অনলাইন উদ্যোক্তা পরিবারের ক্রিয়েটর ও এডমিন জীবন রহমান মহনের মা রেনু রহমান, নিলুফা ইয়াসমিন, আঃ রহমান মাষ্টার, বাবুল হোসেন, রানা মন্ডল প্রমুখ। সরাদেশে থেকে অংশগ্রহনকারী ছবি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। কুষ্টিয়া অনলাইন উদ্যোক্তা পরিবারের ৩ শত সদস্য উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতা করেন, কুষ্টিয়া অনলাইন উদ্যোক্তা পরিবারের ক্রিয়েটর ও এডমিন জীবন রহমান মহন।
0 Comments